বোমা বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ

দামুড়হুদার কানাইডাঙ্গা বাটকেমারী মোড়ে সার-কীটনাশক গোডাউনে দুর্বৃত্তের হানা?

 

ভ্রাম্যমা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কানাইডাঙ্গা বাটকেমারী মোড়ে সার ও কীটনাশক গোডাউনে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারী বলেছেন, গোডাউনের টিনের চালা খুলে আগুন ধরিয়ে দেয়ার পাশাপাশি দুর্বৃত্তরা বোমার বিস্ফোরণও ঘটিয়েছে। আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে দু লক্ষাধিক টাকার মালামাল।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের নেছারউদ্দিন মাস্টারের ছেলে আ. হামিদ ডালিমের বাটকেমারী মোড়ে সার ও কীটনাশকের গোডাউন রয়েছে। এ গোডাউনে গত শুক্রবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনের চালার টিন খুলে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ তুলে বলা হয়েছে, দুর্বৃত্তরা একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায়। অভিযোগকারী এ তথ্য জানালেও প্রকৃত ঘটনা উন্মোচনে পুলিশের সুষ্ঠু তদন্ত প্রয়োজন বলে অনেকেরই অভিমত।