বিদেশে উচ্চডিগ্রি লাভ করে আপন ঠিকানায় ফিরতেই উষ্ণ অভ্যর্থনায় শিক্ত হলেন ড. এনামুল হক জিল্টু

স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় লেখাপড়া করে উচ্চ ডিগ্রি নিয়ে আপন ঠিকানা চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ের মাটিতে পা রাখতেই উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন ড. এনামুল হাসান জিল্টু। গতরাত ৯টায় দৌলাতদিয়াড়ের সিএমও ক্লাবের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনাসভায় সংবর্ধিত ড. এনামুল হাসান জিল্টু বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে অবহেলিত গ্রামটিকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিএসও ক্লাবের বর্তমান সভাপতি হাফিজুর রহমান লাল্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিল্লাল হোসেন, সম্পাদক জীবন, কোষাধ্যক্ষ রাইহান কাজী, আনারুল ইসলাম, রাজীব, ইমন, সাজু, ফারুক, কিবরীয়া, আহসান, উজ্জ্বল, হাসান, কাদের, মাসুম, শুকুর আলী, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম, লিখন, বিভাস প্রমুখ।

বক্তারা বলেন, দৌলাতদিয়াড়ের কৃতিসন্তান ড. এনামুল হাসান জিল্টু বিদেশে লেখাপড়া করে উচ্চ ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে নিজের অবস্থানকেই শুধু মজবুত করেননি, তিনি গ্রামের মুখকে করেছেন উজ্জ্বল। তার অগ্রযাত্রাকে আমরা অভিনন্দন জানায়। তিনি হোক গ্রামের তরুণ প্রজন্মের প্রেরণা।