মেহেরপুরে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন সম্পন্ন

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-১৫ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) জয়লাভ করেছে। গতকাল বুধবার মেহেরপুর জেলা জজ আদালতের একটি কক্ষে সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ৯৩ জন ভোটারের মধ্যে ৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যুগ্ম জেলা জজ-১ম আয়শা নাসরীন নির্বাচন পরিচালনা করেন। আঞ্চলিক গ্রুপ এফ আসনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে মো. ইসহাক (ব্যালেট নং-২) পেয়েছেন ৪৯ ভোট এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মো. ইয়াহিয়া (ব্যালট নং-৩) পেয়েছেন ৩২ ভোট। সাধারণ আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী খন্দকার মাহবুব হোসেন ৪৯, এ জে মোহাম্মদ আলী ৪৯, এএম মাহবুব উদ্দিন (খোকন) ৫০, সানাউল্লাহ মিয়া ৫০, বদরুদ্দোজা বাদল ৪৯, আলহাজ মো. বোরহান উদ্দিন ৪৬ ও মহসিন মিয়া বীর মুক্তিযোদ্ধা ৪১ ভোট পেয়েছে। এছাড়া সাধারণ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে ভোট পেয়েছেন ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম ৩৪, আবদুল বাসেত মজুমদার ৪০, রোকন উদ্দিন মাহমুদ ২৭, আবদুল মতিন খসরু ২৯, পরিমল চন্দ্র গুহ ২৯, জেড আই খান পান্না ৩১ ও শ ম রেজাউল করিম ৩১ ভোট পেয়েছেন।।