গতকাল বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে সাংগঠনিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাসেম আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। প্রধান অতিথি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ছিলেন স্বাধীনতার ঘোষক। এ কথাটি চরম সত্য আর এ সত্য কথাটিকে এই অবৈধ সরকার ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন যে আন্দোলনের ডাক দেবেন সেই ডাকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মো. মজিবুল হক মালিক মজু, পৌর বিএনপির সভাপতি মো. আরঙ্গজেব বেল্টু, যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, সহসাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দীন, বিএনপি নেতা আরশেদ আলী কালু, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জাহেদ মো. রাজিব খান, যুগ্মআহ্বায়ক মো. শাহজাহান খান, মাছুদ রানা মুক্ত, মো. আতিয়ার রহমান, মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শান্ত, শামীমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন। প্রেসবিজ্ঞপ্তি।