তিতুদহে কলেজছাত্রীকে উত্ত্যক্তকারী সড়াবাড়িয়ার মোশারফ গ্রেফতার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে কলেজছাত্রীকে উত্ত্যক্তকারী সড়াবাড়িয়ার মোশারফকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোশারফ পুলিশের নিকট দোষ স্বীকার করেছে। আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিচার হওয়ার কথা রয়েছে। গ্রেফতারকৃত মোশারফ পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে ওই কলেজছাত্রীর পরিবারকে দেখে নেয়ার হুমকি দিয়েছে।

অভিযোগে জানা গেছে, ৭-৮ মাস ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া পূর্বপাড়ার গফুর মল্লিকের ছেলে মোশারফ হোসেন (৩৫) বিভিন্নভাবে একই গ্রামের এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলো। গত শনিবার রাত ৩টার দিকে মোশারফ ওই কলেজছাত্রীর ঘরের জানালা দিয়ে ঢিল ছুঁড়লে বাড়ির লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে। বিষয়টি সকালে মীমাংসার কথা বলে মোশারফ সেখান থেকে কৌশলে পালিয়ে নিজেকে রক্ষা করে। সকালে বিষয়টি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করে মোশারফ। কলেজছাত্রীর ভাই তিতুদহ ক্যাম্প পুলিশের নিকট অভিযোগ করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেনকে বিষয়টি অবহিত করেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন গতকাল দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রকাশিত হলে সদর উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। গতকাল সোমবার রাত পৌনে ৮টার দিকে তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই কাইয়ুম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মোশারফকে সড়াবাড়িয়া বাজার থেকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ তার দোষ স্বীকার করে বলে, আমি ভুল করে ফেলেছি এমন ভুল আর করবো না। এদিকে গ্রেফতারকৃত মোশারফ হুমকি দিয়ে বলেছে, বাড়িতে ফিরে ওই কলেজছাত্রীর পরিবারকে দেখে নেবো।