ঝিনাইদহের বিভিন্ন নদী থেকে বাঁধ উচ্ছেদ

 

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫৯টি বাঁধ উচ্ছেদ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা মৎস্য বিভাগের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস, ছোট মাছ নদীতে ছেড়ে দেয়া ও বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। ঝিনাইদহ মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরেই ঝিনাইদহের নবগঙ্গা, ফটকি, ভেদড়ির খাল, ঝাঁপড়, রাজারামের খাল ও চিত্রা নদীতে অবৈধভাবে দেয়া মোট ৫৯টি বাঁধ অপসারণ করা হয়। এ সময় কারেন্ট জাল ও পোনা ধরার জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদলতের মাধ্যেমে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা মজ্ঞুরুল ইসলাম। তিনি বলেন, এ অভিযানের ফলে জলাশয় উন্মুক্ত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, নবগঙ্গাসহ বিভিন্ন নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরা ও পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করা হচ্ছিলো। এ সংবাদ পেয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পালাক্রমে সদর উপজেলার ফুরসন্দি, ঘোড়শাল, দোগাছী, সাধুহাটী, মধুহাটী ইউনিয়নে অভিযান চালিয়ে নদীর বাঁধ অপসারণ করেন।