ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আদিবাসী কৃষক নিহত

 

স্টাফ রিপোর্টার: শেরপুরেরর ঝিনাইগাতী উপজেলার গান্ধীগাও গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় হাতির পায়ে পিষ্ট হয়ে চন্দ্র শেখর কোচ (৩৫) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। চন্দ্র শেখর কোচ ওই গ্রামের আদিবাসী নেতা বিপীন বিহারী কোচের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও বন-বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বন্যহাতির একটি দল তার বাড়ির পাশে আমন ক্ষেতের ফসল খেতে এলে গ্রামবাসীরা হাতি তাড়াতে যায়। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে চন্দ্র শেখর গুরুতর আহত হয়। আহত চন্দ্র শেখরকে ঝিনাইগাতী সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। স্থানীয় রেঞ্জ কর্মকর্তা জাকারীয়া আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।