ভারতে ভিসার মেয়াদ বাড়লো তসলিমার

মাথাভাঙ্গা মনিটর: নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ভারত সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, তসলিমা নাসরিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জুলাইয়ের ২৩ তারিখ থেকে তার ভিসার মেয়াদ শুরু হবে। নিজের অনুভূতি জানাতে গিয়ে তসলিমা বলেছেন, ভিসার মেয়াদ বাড়ানোয় তিনি খুশি। তবে তিনি এই মেয়াদ আরও বেশি সময় বাড়ার প্রত্যাশা করেছিলেন।

উল্লেখ্য, মৌলবাদীদের হুমকির মুখে ১৯৯৪ সালে দেশ ছাড়েন তসলিমা। সেই থেকে তিনি নির্বাসনে আছেন। ২০০৪ সাল থেকে তসলিমা প্রতিবেশী ভারতে আছেন।