পুনর্দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

চুয়াডাঙ্গায় সড়কের ধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত

 

Chuadanga Picture 11.07.15 (2)

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহর ও শহরতলীর প্রধান প্রধান সড়কের ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার জেলা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বরসহ শহীদ আবুল কাশেম সড়কের দু ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্বেদানকারী ভারপ্রাপ্ত এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। তিনি এ সময় বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় যারা অবৈধভাবে আবারও স্থানা নির্মাণ করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ভারপ্রাপ্ত এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত হোসেন, সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল মামুন, এসআই আব্দুল হাকিম, এএসআই কৃষ্ণ ও এএসআই বজলুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স। সংশ্লিষ্টরা জানান, চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ আবুল কাশেম সড়কের পাশে সরকারি জমিতে অবৈধ স্থাপনা তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করে আসছেন। কিছুদিন আগে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিছুদিন যেতে না যেতে আবারও অবৈধ স্থাপনা বসানো হচ্ছে। এ কারণে শহীদ হাসান চত্বরসহ সড়কগুলোতে শুধু যানজটেরই সৃষ্টি হচ্ছে না, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, অবৈধ স্থাপনা উছ্দে অভিযান চলছে, চলবে। গতকাল শহীদ হাসান চত্বরের পাশের কয়েকটি দোকান, মাথাভাঙ্গা ব্রিজের নিকটস্থ ও ফেরিঘাট রোডের সম্মুখের কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান দেখে অনেকেই নিজ নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়েও নেন।