চুয়াডাঙ্গায় মাইকিং করে মরা মুরগি বিক্রি : বিক্রেতা দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার: বস্তায় ভরা মুরগি মাইকিং করে ১শ টাকা দরে বিক্রি দেখেই সচেতন ভোক্তা সাধারণের সন্দেহ হয়। বস্তায় ভরা জবাই করা মুরগি দেখে বুঝতে কারো বাকি থাকে না যে ওগুলো মরা মুরগি। অবশ্য বিক্রেতা দাবি করেন, অসুস্থ মুরগি মরার আগেই জবাই করা হয়েছে। এ কথা বিশ্বাস করবে কে? খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে প্রমাণ পেয়ে মরামুরগি বিক্রেতা দুজনকে জরিমানা করেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদিউজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেলে এ দণ্ডাদেশ দেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের রেল বাজারের মুরগি ব্যবসায়ী বদর উদ্দিন কেদারগঞ্জের পূর্বালী পোল্ট্রি ফার্ম থেকে প্রায় দু শতাধিক মরা বয়লার মুরগি কিনে বাজারে ১শ টাকা কেজি দরে বিক্রি করছিলেন। এই খবর পেয়ে সদর থানা পুলিশ বদর উদ্দিনকে আটক করে। এ সময় তার ঘরে বিক্রির জন্য রাখা জবাইকৃত ৩ বস্তা মরা মুরগি (প্রায় ২০০ কেজি) পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মুরগি ব্যবসায়ী বদর উদ্দিনকে দু হাজার টাকা এবং পূর্বালী পোল্ট্রি ফার্মের মালিক ভুট্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত মরা মুরগি মাটিতে পুঁতে ফেলার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।