জীবননগরের কর্চ্চাডাঙ্গায় বিদ্যুতায়ন উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর

বিদ্যুত শিক্ষা ও স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের অভূত সাফল্য অর্জন

 

নারায়ণ ভৌমিক: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেছেন, বিএনপি সরকার শুধু খাম্বা পুঁতে গেছে। বিদ্যুত উৎপাদন করতে পারেনি। জনগণকে বিদ্যুত দিতে পারেনি। বিদ্যুত দেয়ার নামে খাম্বা পুঁতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তিনি গতকাল শনিবার দুপুরে জীবননগরের কর্চ্চাডাঙ্গা লাইনপাড়ায় বিদ্যুতায়ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বিগত দিনের উদাহরণ তুলে ধরে বলেন, ২০০৮ সালে লাইনপাড়া গ্রাম আমি দেখেছি, অভাব-অনটনের কারণে যারা দু বেলা পেট পুরে খেতে পারতেন না, আজ তারা ৩ বেলা পেট পুরে খেয়ে অন্তত শান্তিতে ঘুমাতে পারছেন। আমরা ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে চাই। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। খাদ্য বিদেশে রপ্তানি করছি। এটা আওয়ামী লীগ সরকারের সাফল্য। বিদ্যুত, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অভূত সাফল্য অর্জিত হয়েছে। মা ও শিশু মৃত্যুর হার নিম্নমুখি, ইতোমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে আমরা পৌঁছে গেছি। ২০১৯ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছে যাবো। আওয়ামী লীগ সরকার সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আর একবার আপনারা আমাদের ম্যান্ডেট দিলে আমরা ওয়াদা করছি প্রতিটি ঘরে ঘরে আমরা বিদ্যুত পৌঁছে দেবো। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, মেহেরপুর পল্লি বিদ্যুত সমিতির এলাকা পরিচালক হায়দার আলী, সহকারী জেনারেল ম্যানেজার নুরুল ইসলাম, জুনিয়ার ইন রওশন আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন, যুবলীগ নেতা আব্দুস সালাম ঈশা, আমজাদ হোসেন সজীব, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত হোসেন, মোল্লা আলতাব হোসেন ফেলা, শেখ আতিয়ার রহমান, আব্দুল হক, জসিম উদ্দিন প্রধান, আব্দুস সাত্তার ও আব্দুল আজিজ প্রধান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, ইউপি সদস্য হায়দার আলী, সাদ আহম্মদ, ইউনিয়ন লোকমোর্চার সেক্রেটারি শেখ আব্দুল ওয়াদুদ, যুবলীগ নেতা শেখ আশরাফুজ্জমান টিপু, শেখ ফিরোজ হোসেন, অবপ্রাপ্ত বিজিপি সদস্য শেখ রেজা আহম্মদ, ছাত্রলীগ নেতা শেখ বিল্লাল হোসেন, তানভীর আহম্মদ প্রমুখ। সভাশেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে শান্তির পায়রা উড়িয়ে বিদ্যুতের সুইচ টিপে গ্রামটিতে বিদ্যুতায়ন উদ্বোধন করেন।