চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ লাইনস্থ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথিদের স্বাগত জানান চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ শিরিন কবিতা আখতার, জেলা প্রশাসক সায়মা ইউনুস, ৬ বিজিবির পরিচালক লে.কর্নেল এসএম মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নাজির আহমেদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও জজকোর্টের পিপি অ্যাড. শামশুজ্জোহা, সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামানসহ সরকারি কর্মকর্তা, বিচারক, আইনজীবীগণসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজির, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফী উল্লাহ, সদর থানার ওসি লিয়াকত আলী, জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেনসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার মেহেরপুর জেলা পরিষদ হলরুমে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান, চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট গোলক চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লতিফুল কবীর, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাইরুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সালাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে.এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ আসকার আলী, ভাষাসৈনিক ইসমাইল হোসেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, মেহেরপুর বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথ, সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী, ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক প্রমুখ। এর আগে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সদর উপজেরা ভাইস চেয়ারম্যান আমঝুপি মাদরাসার সুপার মাহাবুবুর রহমান ও মেহেরপুর কোর্ট জামে মসজিদের পেশইমাম আলহাজ আনসার উদ্দিন বেলালী।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় আ.লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দর্শনা পৌরসভার ১নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে দক্ষিণচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন, আ.লীগ নেতা আজিজুল হক জোয়ার্দ্দার। উপস্থিত ছিলেন দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, গিয়াস উদ্দিন, শামসুল হক লালা, হাজি আকমত আলী, কাউসার শাহ, মোয়াজ্জেম মণ্ডল, বিশারত মণ্ডল, হবা জোয়ার্দ্দার, যুবলীগ নেতা জয়নাল আবেদীন নফর, মামুন শাহ, অহিদুল ইসলাম, আলীহিম, আমিরুল, আজাদ, ইয়াজ, শহীদ, হিরোক, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, তোফাজ্জেল হোসেন তপু, আলামিন, মোহাম্মদ, রবিউল, শফি, মাসুম, অপু, রায়হান প্রমুখ।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার জনকল্যাণ সংস্থার আলুকদিয়া শাখার উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত। ইফতারপার্টিতে অতিথি ছিলেন সংস্থার আঞ্চলিক ব্যাবস্থাপক হাফিজুর রহমান পুটু, শাখা ব্যবস্থাপক আলতাফ হোসেন, অডিট অফিসার সাইফুল ইসলাম মিন্টু, হিসাবরক্ষক আব্দুল মান্নান, রাজবধু লিমিটেডের পরিচালক জাহাঙ্গীর আলম, ব্যাবসায়ী আবুল কালাম আজাদ, ইসমাইল হোসেন, সুমন হোসেন, স্মৃতি খাতুন, মামুন হোসেন, আরিফ হোসেন, রশিদুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আসিফ হোসেন, লিপন হোসেন প্রমুখ।

এদিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রোডিজি গ্রুপের আয়োজনে মালোপাড়া ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে ইফতার ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ইফতার ও দোয়া অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রোডিজি গ্রুপের সদস্য ওবাইদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশন প্রশিক্ষন বিভাগের সমন্বয়কারী জহির রায়হান। বিশেষ অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশন প্রশিক্ষণ বিভাগের আব্দুস সালাম, প্রডিজি প্রকল্প মাঠ সমন্বয়কারী মাহবুবুর রহমান মুকুল, প্রোগ্রাম অফিসার সাজ্জাদ হোসেন, ফরহাদ হোসেন ও জেসমিন আক্তার।

জীবননগর ব্যুরো জানিয়েছে, গতকাল মঙ্গলবার জীবননগরে বিভিন্ন প্রতিষ্ঠান ইফতারপার্টির আয়োজন করে। ইসলামী ব্যাংক জীবননগর শাখা, ব্র্যাক ও মদিনা ইলেক্ট্রনিক্স বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবর্গ ও গ্রাহকদের সম্মানে ইফতার, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। ইসলামী ব্যাংক জীবননগর শাখা কার্যালয়ে ব্যবস্থাপক নূর মোহাম্মদের সভপতিত্বে সম্পদ ও আত্মার পবিত্রতায় মাহে রমজানের ভূমিক শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি। আলোচনাসভায় প্রধান আলোচক ছিলেন জীবননগর উপজেলা আলিম মাদরাসার প্রিন্সিপ্যাল মো. আব্দুল খালেক। ব্যাংকের মার্কেটিং অফিসার আমিন শরীফের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়।

ব্র্যাক জীবননগর কার্যালয়ে অনুষ্ঠিত ইফতারপার্টিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ। ব্র্যাক কর্মকর্তা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারপার্টিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শামনুর রহমান, সমবায় অফিসার মোতাহার আলী, অগ্রণী ব্যাংক ম্যানেজার আব্দুস সাত্তার, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবীর, সাংবাদিক সাব্বির আহমেদ, ব্রাকের চুয়াডাঙ্গা আঞ্চলিক ব্যাবস্থাপক আবুল কালাম ও ব্রাকের জীবননগর শাখা ব্যাবস্থাপক আব্দুর রশিদ। এছাড়াও ব্রাকের সকল কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যাক্তিবর্গ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

শহরের তরফদার নিউমার্কেটে অবস্থিত ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম মদিনা ইলেক্ট্রনিক্সে ইফতারের আয়োজন করা হয়। মদিনা ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী হাজি আব্দুর রহমানের পরিচালনায় ইফতার পার্টিতে চুয়াডাঙ্গা জজকোর্টের আইনজীবী অ্যাড. মারুফ সরোয়ার বাবু, দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক এমআর বাবু, উপজেলা জাতীয় পার্টির (এ) সহসভাপতি মোসাব কাক্কা, পৌর আওয়ামী লীগ সভাপতি ইকতিয়ার উদ্দিন প্রমুখ অংশগ্রহণ করেন। মাও. মাহবুবুর রহমান গওহরী বিশেষ মোনাজাত পরিচালনা করেন।