টি-টুয়েন্টি সিরিজ দ. আফ্রিকার

স্টাফ রিপোর্টার: টি-টুয়েন্টিতে বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। মিরপুরে সফরকারীদের করা ১৬৯ রানের জবাবে বাংলাদেশ ১৩৮ রান করে অলআউট হয়েছে। এর ফলে টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩১ রানের জয় নিয়ে ট্রফি অর্জন নিশ্চিত করে সফরকারীরা। গতকাল মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী জুটির সুন্দর সূচনার পর মিডল অর্ডারের ব্যর্থতায় চরম বিপর্যয়ে পড়ে মাশরাফি বাহিনী। উদ্বোধনী জুটিতে ৪৬ রান আসে। তখন বাংলাদেশ সিরিজ সমতার স্বপ্ন দেখেছিলো। কিন্তু কাছাকাছি সময়ে এ দু ওপেনার বিদায় নেয়ায় টাইগারদের রানের গতি কমে যায়। পরে সাকিব-মুশফিক-সাব্বির কেউই আর বেশিক্ষণ উইকেটে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারের ব্যাটসম্যানদের চরম ব্যাটিং ব্যর্থতার পর শেষ দিকে জ্বলে উঠেন মাশরাফি। মাত্র ৮ বলে ১৭ রান করে বিদায় নেন টাইগার অধিনায়ক। তার ইনিংসে ছিলো দৃষ্টিনন্দন দুটি ছক্কার মার। শেষ দিকে রনি তালুকদারের ঝড়ো গতির ২১ রান কেবল জয়ের ব্যবধানেই কমাতে পেরেছে।

খেলায় ম্যন অব দ্য ম্যাচ হন গতকালের ম্যাচে অভিষেক হওয়া লেগ স্পিনার এডি লি। তিনি ৩ ওভারে মাত্র ১৬ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট শিকার করেন।