নতুন পোশাক ও অনুদান প্রদান করলেন পিএটিসির প্রশিক্ষণার্থী ক্যাডার কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) সাভার ঢাকার ৫৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন সরকারি ক্যাডার কর্মকর্তা সমাজসেবা অধিদপ্তরের অধীনে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের ১১ জন শিক্ষার্থীর জন্য পবিত্র ঈদুল ফিতরের নতুন পোশাক ও শিশু পরিবারে লাইব্রেরিতে বই ক্রয়ের জন্য এককালীন অনুদান প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের মাঝে এসব নতুন পোশাক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আতিয়ার রহমান, পিএটিসির প্রশিক্ষণার্থী কাজী কাইয়ুম হোসেন ও আব্দুর রহিম। এ সময় প্রশিক্ষণার্থী ক্যাডার কর্মকর্তা মামুন আল ইসলাম (পুলিশ), আনম আবুজ্বর গিফারী (প্রশাসন), ইমরান জাকারিয়া (পুলিশ), গোলাম মোস্তফা (পরিবার পরিকল্পনা), মামুন মিয়া (ট্যাক্স), শায়খ আরেফিন জায়েদী (কাস্টমস), আব্দুল্লাহিল কাফি (প্রাণিসম্পদ), মহিউদ্দিন জাহাঙ্গীর (পিডাব্লিউডি), নাজমুল হামিদ রেজা (প্রশাসন), সাজ্জাদ মাহমুদ (আনসার), ওসমান গণি (জুডিসিয়াল), রিসোর্স শিক্ষক মনোজ কান্তি রায় এবং ব্যবস্থাপনা ওমনিটরিং কমিটির সদস্য রাশেদ উল ইসলাম জোয়ার্দ্দার এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, ১২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা যে শুভ উদ্যোগ গ্রহণ করেছে এজন্য তাদেরকে স্বাগত জানাচ্ছি।