বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র মউক’র আয়োজনে গতকাল শনিবার সংস্থার নিজস্ব হলরুমে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। ইফতার মাহফিলে অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকি, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার হোসেন। অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক প্রতিনিধিসহ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন। দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করে আলহাজ মো. ওজিউর রহমান।

এদিকে গতকাল শনিবার চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় সরদারপাড়ায় অ্যাডভোকেট মো. জীল্লুর রহমানের বাবা-মায়ের স্মরণে নিজবাড়িতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পারিবারিকভাবে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা। বিশেষ অতিথি ছিলেন জুয়েল, মফু, লিখন, মো. আলমগীর হোসেন রাজু, মো. আব্দুর রাজ্জাক রুমি, মো. আরিফুল ইসলাম আরিফ, মো. শরিফ ও মাহবুব রহমান। ইফতার মাহফিলে মো. জীল্লুর রহমানের বাবা-মায়ের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. তুর্যউর রহমান তুর্য।

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন জাকেরপার্টির আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিদাসপুর ইউনিয়ন জাকেরপার্টির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর জাকের পার্টির সভাপতি আলহাজ হাফিজ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মহাবুল মেম্বার, ডা. কামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইসলাম, লালু মিয়া, নিয়ামত আলী, ঠান্টু রহমান, আরজেন আলী, বিল্লাল হোসেন, বাবু, শহিদুল ইসলাম, মজনুর রহমান, সামসুল হক, শিপন আলী আশাদুল হক, বকুল, সিরাজুল ইসলাম, ওহেদ আলী, উকিল প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মওলানা শরিফুল ইসলাম।

আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন মুক্তযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন ও ইফতার মহফিল।

হাটবোয়ালিয়া প্রতিনিধি জানিয়েছেন, গত শুক্রবার হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক কমিটি গঠন, লিজকৃত জায়গা উদ্বোধন ও ইফতার মহফিলের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা খোশদেল আলমের সভাপতিত্বে ও আবুল কাশেম মাস্টারের উপস্থাপনায় অনুষ্ঠানে খোশদেল আলম আহ্বায়ক, সদস্য সচিব আব্দুল কাশেম মাস্টার, নির্বাহী সদস্য সৈয়ব উদ্দিন, আব্দুল মালেক, মমতাজ উদ্দিনসহ ৫ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।

ইফতার মহফিলে এলাকার মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধা সন্তানের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন, সালাহউদ্দিন, রাসেল হুদা ও স্বপন প্রমুখ। ইফতারের আগে মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা আব্দুল কাদের।

গতকাল শনিবার জামায়াতে ইসলামীর উদ্যোগে জীবননগর সীমান্ত ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিতন হয়েছে। ইউনিয়ন আমির আব্দুস সালামের সভাপতিত্বে স্থানীয় হরিহরনগর জামে মসজিদে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. আজিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন প্রধান আলোচক জেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন। জেলা সেক্রেটারি রুহুল আমিন বলেন, আমরা রোজা থাকি আল্লাহর হুকুমে নামাজ পড়ি তারই হুকমে, কিন্তু আজ আমরা নামাজ রোজার মতো কোরআনের আর নির্দেশ আছে যেমন ব্যবসা বাণিজ্য, চাকরি, লেখাপড়া, লেনদেন, পর্দা, বিচার আইন, সন্ধি চুক্তি, রাজনীতি অর্থনীতি ইত্যাদি বিষয়গুলো আমরা ব্যক্তিগত কাজ বলে মনে করি। তাহলে আমরা আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আরো উপস্থিত ছিলেন, জীবননগরের থানা আমির অধ্যাপক খলিলুর রহমান, সেক্রেটারি ইসরাইল হোসেন, পৌর আমীর মাওলানা সাজেদুর রহমান, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।

জামজামি প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার ভোদুয়া প্রাইমারি স্কুল চত্বরে যুব
সমাজ কর্তৃক পবিত্র রমজানুল মোবারকের ওপর
বিশেষ আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সভাপতিত্ব করেন
জামজামি ইউপির সাবেক চেয়ারম্যান মো. জয়নাল
আবেদীন বাবলু চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মুফ্তি মাওলানা মুস্তফা কামাল কাসেমী। বিশেষ অতিথি ছিলেন ডাউকির ছত্রপাড়া জামে-
মসজিদের খতিব মা. আব্দুল মান্নান, ডাউকি ইউপি চেয়ারম্যান মা. ইউসুফ আলী, ভোদুয়া জামে
মসজিদের খতিব আসাদুজ্জামান সোনা, ভোদুয়া যুব
সমাজ সভাপতি আসাদুজ্জামান চাঁদ, শরিফুল ইসলাম, মো. শুকুর আলী শাহীন শাহ, জুয়েল চৌধুরী, লিটনশাহ, শাজাহান আল, মুকুল চৌধুরী প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার চিৎলা হাসপাতাল মোড়স্থ শাহিন ফার্মেসির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চিৎলা হাসপাতাল মোড়স্থ নিউ ডিজিটাল (প্রা.) হাসপাতালে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার স্বাধীন, ডা. রোকনুজ্জামান, ডা. ওয়াসিম আকরাম, চিৎলা হাসপাতাল মোড়স্থ দোকান মালিক সমিতির সভাপতি হাসানুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ন্যাশনাল লাইফ ইনুস্যুরেন্সের এরিয়া ম্যানেজার সাহেব আলী, নিউ ডিজিটাল (প্রা.) হাসপাতালের স্বত্বাধিকারী আব্দুল খালেক, ইউপি সদস্য রাশেদুল ইসলাম, স্বপ্না ডেভেলপমেন্টের সভাপতি মহিদুল ইসলাম, মা মেডিকেল হলের স্বত্বাধিকারী রিপন, খাঁন মেডিকেল হলের স্বত্বাধিকারী মাসুদ আলী খাঁনসহ অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ। ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন চিৎলা হাসপাতাল জামে মসজিদের পেশইমাম মাও. সেলিম উদ্দিন।

Leave a comment