ফিলিপাইনে ফেরি দুর্ঘটনায় ৩৬ জনের মৃতদেহ উদ্ধার

 

মাথাভাঙ্গা মনিটর: ফিলিপাইনে ১৮৯ জন আরোহী নিয়ে একটি ফেরি উল্টে গেছে। এতে ৩৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ম্যানিলার উপকূলে এ দুর্ঘটনা ঘটে। এদিকে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দা কিম নিরভানা নামের ফেরিটি ওরমোক শহর থেকে সেবু দ্বীপের কামোটেস যাওয়ার পথে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। গত সেপ্টেম্বরে এ ধরনের এক দুর্ঘটনায় তিন জন মারা গিয়েছিলো। উদ্ধার করা হয়েছিলো শতাধিক যাত্রীকে। তবে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি হয়েছিলো ২০১৩ সালের আগস্ট মাসে। তখন এমভি টমাস আক্যুইনাস ফেরিটি সেবু দ্বীপে যাওয়ার পথে ডুবে গেলে ১১৪ জন যাত্রী প্রাণ হারিয়েছিলো।