তুরস্কের স্কুলে ফেসবুক-টুইটার চালালে বহিষ্কার

 

মাথাভাঙ্গা মনিটর: তুরস্কের স্কুলগুলোর শিক্ষার্থীদের জন্য ফেসবুক, টুইটারসহ সব ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। বিধি ভঙ্গ করলে স্কুল থেকে বহিষ্কারের নিয়ম করা হয়েছে। গতকাল বুধবার থেকে শিক্ষা মন্ত্রণালয় এ আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, স্কুলের কর্মকর্তা-কর্মচারী কিংবা সহপাঠীদের উল্লেখ করে অপমানকর পোস্ট বা টুইট করলে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে। এর আগে মার্চে দেশজুড়ে ফেসবুক-টুইটার বন্ধ করে দিয়েছিলো তুর্কি সরকার।