সিরিয়ার আরো কয়েকটি এলাকা দখলে নিয়েছে আইএস

 

মাথাভাঙ্গা মনিটর: ইসলামিক স্টেট গ্রুপের যোদ্ধারা সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকেহ নগরীতে ঢুকে পড়েছে। এ সময় সরকারি বাহিনীর সাথে প্রচন্ড লড়াইয়ের পর তাদের  কাছ থেকে আইএস যোদ্ধারা পার্শ্ববর্তী দুটি এলাকা দখল করে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, সিরিয়ার ওই নগরীতে যুদ্ধে সরকারের অনুগত অনেক সৈন্য নিহত হয়। যুদ্ধে অনেক আইএস সদস্যও নিহত হয়। এ নগরীর বিস্তৃত এলাকা কুর্দি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রয়েছে। অপরদিকে রোজা না রাখায় সিরিয়ায় দু তরুণকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। দিনের বেলায় খেতে গিয়ে ধরা পড়ায় তাদের এ শাস্তি দেয়া হয় বলে গত মঙ্গলবার জানিয়েছে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটির পরিচালক রামি আবদেল রাহমান জানান, সিরিয়ার দির ইজোর প্রদেশের মায়াদিন গ্রামে আইএস নিয়ন্ত্রিত জিহাদি পুলিশের সদর দফতরের কাছে দুপুরের দিকে ওই দু তরুণের ফাঁসি কার্যকর করা হয়।