বিমান দুর্ঘটনায় বেঁচে গেলেন মা-ছেলে

 

মাথাভাঙ্গা মনিটর: কলম্বিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি জঙ্গলে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পাঁচ দিন পর এক নারী ও তার শিশুসন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির বিমান বাহিনী প্রধান এ ঘটনাকে অলৌকিক বলে অভিহিত করেছেন। গতকাল বৃহস্পতিবার চোকো প্রদেশে জঙ্গলে বিধ্বস্ত ছোট সেসনা বিমানের কাছ থেকে উদ্ধারকারীরা ১৮ বছর বয়সী মারিয়া নেল্লি মুরিল্লো ও তার একবছর বয়সী ছেলেশিশুকে উদ্ধার করে। দুর্ঘটনায় মুরিল্লো সামান্য আহত হয়েছেন ও তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। তবে তার শিশু সুস্থ আছে। দু ইঞ্জিনের বিমানটি শনিবার চোকো প্রদেশের রাজধানী কুইবদো থেকে সমুদ্রতীরবর্তী নুকুই শহরের উদ্দেশে যাচ্ছিলো। পথে আলতো বাউদো অঞ্চলে এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ এখনো জানা সম্ভব হয়নি। সোমবার উদ্ধারকারীরা বিধ্বস্ত বিমানটির কাছে পৌঁছতে সক্ষম হন। বিমানটির পাইলট কার্লোস মারিয়ো সেবাল্লোসকে ককপিটে মৃত অবস্থায় পাওয়া যায়।