শেখ হাসিনা বেঙ্গালুরুর ভোটার!

মাথাভাঙ্গা মনিটর: ভারতের বেঙ্গালুরুতে পৌর নির্বাচন সামনে রেখে স্থানীয় গণমাধ্যমে একটি ভোটার পরিচয়পত্র নিয়ে চলছে তুমুল আলোচনা। সেই ভোটারের নাম শেখ হাসিনা; ছবির জায়গায়ও বসানো রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি রঙিন ছবি, যা গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। ভারতের একাধিক অনলাইন সংস্করণে গত বুধবার প্রকাশিত ওই ছবি আর প্রতিবেদন এখন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ঘুরছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা ভোটার কার্ডে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম আর ছবিই মেলেনি, স্বামীর নামও হুবুহু এক- ওয়াজেদ মিয়া। বেঙ্গালুরুর এই শেখ হাসিনা থাকেন থানিসান্দ্রা এলাকায়। কার্ডে তার জন্ম সাল লেখা হয়েছে ১৯৯২; কেবল এ একটি তথ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে মিল পাওয়া যায়নি। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী কেজি জর্জকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে বলা হয়, আমি মনে করি না এটি আসল কার্ড। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন বলেও জানান তিনি। শুধু এটি নয়, ভারতের নির্বাচন কমিশন এমন আরও অনেক ভুয়া ভোটার কার্ড ইস্যু করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।