পুলিশের এএসআই ৩ দিনের রিমাণ্ডে

 

স্টাফ রিপোর্টার: ফেনীতে ইয়াবাসহ গ্রেফতার ঘটনায় পুলিশের এএসআই মো. মাহফুজুর রহমানকে (৩২) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই সাথে ওই এএসএসআইয়ের প্রাইভেট গাড়িচালক মো. জাবেদ আলীকে (২৯) দু দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। গতকাল সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা উভয়ের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পুলিশের ওই এএসআইকে তিন দিন এবং ব্যক্তিগত চালককে দু দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, শনিবার রাতে ফেনীর লালপোল এলাকায় ছয় লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের এএসআই ও তার ব্যক্তিগত গাড়িচালককে ৱ্যাব সদস্যরা আটক করেন। গত রোববার রাত ১১টায় তাদের ফেনী মডেল থানায় সোপর্দ করে ৱ্যাব বাদী হয়ে আটক ওই দুজনসহ কক্সবাজার ডিবি পুলিশের এএসআই মো. বেলাল এবং চট্টগ্রাম জেলা পুলিশের কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বিরুদ্ধে এজাহার নামীয় এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলায় ওই দুজনকে গ্রেফতার করা হয়।