খুলনায় পিতা হত্যার দায়ে ছেলের ফাঁসি

 

স্টাফ রিপোর্টার: খুলনায় বাবাকে হত্যার দায়ে ছেলেকে ফাঁসির দণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুর সাড়ে তিনটায় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নিহত হাসান মোহাম্মাদ শহীদুল্লাহর ছেলে দণ্ডপ্রাপ্ত বদরুল হাসান আদালতে উপস্থিত ছিলেন। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০১০ সালে নগরীর হাজী মুহাম্মদ মুহসীন রোডের বাসিন্দা ব্যবসায়ী হাসান মোহাম্মদ শহিদুল্লাহকে তার ছেলে বদরুল হাসান ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করে।