নড়াইলে ৪ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার: নড়াইলে কৃষি ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ৪ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। গতকাল রোববার নড়াইল সদরের রুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইল কৃষি ব্যাংক সূত্রে জানা গেছে, কৃষি ব্যাংক নড়াইল সদর ব্রাঞ্চ থেকে বিছালী ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৭০৮ জন শিশুকে প্রদানের জন্য টাকা বহন করছিলেন নড়াইল কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা দুলাল সিংহ। মোটরসাইকেলযোগে টাকা বহনের সময় মির্জাপুর ব্রিজের নিকট পৌঁছুলে পাশ থেকে আসা একটি মোটরসাইকেলে ২ জন ছিনতাইকারী ওই কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় দুলাল সিংহ সামান্য আহত হন। ছিনতাইকারীদের চিনতে পেরেছেন বলে জানান দুলাল সিংহ।

এদের একজন মধুরগাতি গ্রামের ছলেমান শেখের পুত্র আনিস ও অন্যজন একই গ্রামের রাজু। নড়াইল কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রহমত উল্লাহ জানান, এ ঘটনায় ছিনতাইকারীদের নামে মামলা এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে। নড়াইল সদর থানার ওসি শেখ মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।