ইঁদুরে ফসলের ক্ষতি ৭২৩ কোটি ৭২ লাখ টাকার : কৃষিমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানিয়েছেন, চলতি অর্থবছরে ইঁদুর সারাদেশে ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ফসলের ক্ষতি করেছে। গতকাল রবিবার সংসদে টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

আওয়ামী লীগের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, ইঁদুরের আক্রমণে ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ টন ধানের ক্ষতি হয়েছে। যার বর্তমান বাজারদর ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা। চালের ক্ষতির পরিমাণ ৬২ হাজার ৭৬৪ টন। যার বাজারদর ২০০ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা। গমের ক্ষতির পরিমাণ ২৯ হাজার ৬৬০ টন। যার বাজারদর ৮৩ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা।

আসছে দুটি নতুন উড়োজাহাজ: এদিকে হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সংসদকে জানান, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে দুটি নতুন উড়োজাহাজ (৭৩৭-৮০০) এবং ২০১৯-২০ সালে চারটি নতুন উড়োজাহাজ (৭৮৭-৮) কেনা হবে। মনোয়ারা বেগমের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ২০১৪-১৫ অর্থবছরে (মার্চ পর্যন্ত) পর্যটন শিল্পের মাধ্যমে ৯১০ কোটি ৬৫ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।

মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে আরও ১২৩ কোটি টাকা: আর গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সংসদকে জানান, বর্তমান সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য ১৪৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া চলতি অর্থবছরে পুনর্বাসন কার্যক্রমে আরও প্রায় ১২৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশে নারী মুক্তিযোদ্ধা ২০৯ জন।