কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

 

স্টাফ রিপোর্টার: হামলা-ভাঙচুর ভর্তি-বাণিজ্যসহ সাংগঠনিক বিধি বহির্ভূত নানা কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ কুষ্টিয়া সরকারি কলেজ শাখার ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করেছে জেলা ছাত্রলীগ। একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়ে বলেছে, গতকাল রোববার সন্ধ্যায় এক জরুরি বৈঠক শেষে এ কমিটি ভেঙে দেয়া হয়। জেলা কমিটির চুড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগ জেলা কমিটির সভাপতি আলী মুর্তজা খসরু। তিনি জানান, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই অভিযোগ ছিলো। একের পর এক দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি ভাবিয়ে তুলেছিলো জেলা ছাত্রলীগসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকেও। অবশেষে দলীয় ইমেজ রক্ষার স্বার্থেই তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জল ঐতিহ্য কিছু অসৎ লোকের দৌরাত্মে ধ্বংস হোক এটা হতে পারে না। এসব বিষয় বিবেচনায় নিয়েই কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি ভেঙে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ কমিটির নাম ব্যবহার করে কেউ কোনো ঘটনা ঘটালে তার দায়ভার জেলা ছাত্রলীগ বহন করবে না।