আনছারবাড়িয়া স্টেশনের আবাসিক কোয়ার্টারের পাশে দখলদার ও দখলকারীদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আনছারবাড়িয়া রেলওয়ে স্টেশনের আবাসিক কোয়ার্টারের পাশে টিনের ছাপড়া ঘরের রেলিং দেয়াকে কেন্দ্রে করে দখলদার ও দখলকারীদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উভায় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় ব্যবসায়ী ও যাত্রী সাধারণ আতষ্কিত হয়ে পড়ে। আহতরা স্থানীয় চিকিৎসকের নিকট চিকিৎসা নেয়া কালে দখলদার পক্ষ লাঠিসোটা নিয়ে ফের আহতদের ওপর হামলা করার চেষ্টা করা কালে শাহাপুর ক্যাম্প ইনর্চাজের ভুমিকায় তা পণ্ডু হয়ে গেছে। সংঘর্ষ কালে উভয় পক্ষদ্বয়ের বিরুদ্ধে উভায়পক্ষ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ তুলেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, আনছারবাড়িয়া রেলওয়ে স্টেশনের আবাসিক কোয়াটারের পাশে আন্দুলবাড়িয়া গ্রামের মৃত জোনাব আলী মণ্ডলের ছেলে আত্তাপ আলী মণ্ডল দীর্ঘদিন যাবত জমি কিনে বসতবাড়ি র্নিমাণ করে র্পাশ্ববত্তী জমি ভোগদখল করে আসছেন। গতকাল আনছারবাড়িয়া স্টেশন কলাহাটের ইজারাদারের সিদ্ধান্ত মোতাবেক আন্দুলবাড়িয়া গ্রামের কানাই শেখের ছেলে আবু তাহের, মৃত আইজুদ্দিন মণ্ডলের ছেলে আলাউদ্দিন আলা ও ডুমুরিয়া গ্রামের শাহাজান আলীর ছেলে মিলন তার বাড়ির সামনে ছাপড়া ঘর র্নিমাণ করে রেলিং দিয়ে ঘরটি ঘেরাঘিরির কাজ করছিলেন। দখলদার আত্তাব আলী তার বাড়ির সামনের জমি তার দখলীয় দাবি করে বাঁধা প্রদান করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আত্তাব আলী, তার ছেলে রবিউল হোসেন, রফিক ও ইজারাদার পক্ষের আবু তাহেরসহ অনেকে আহত হন। আহত রবিউল ও রফিককে উদ্ধার করে আন্দুলবাড়িয়া বাজারে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে চিকিৎসা দেয়াকালে দখলকারী ইজারাদারের লোকজন লাঠিসোটা নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে ফের হামলা করার প্রচেষ্টা চালায়। এ সময় শাহাপুর ক্যাম্প ইনর্চাজ এসআই ওয়ালিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হামলার পরিকল্পনা ভণ্ডুল করে দেয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো।