চরমোনাই পীরের ভাইকে আটক করেছে সৌদ পুলিশ

স্টাফ রিপোর্টার: চরমোনাই পীরের ভাই ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফায়জুল করিমকে একটি ওয়াজ মাহফিল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সৌদি পুলিশ। রিয়াদের স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১২টায় আটক করে স্থানীয় একটি থানা নিয়ে যায় পুলিশ। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বর্তমানে জানান, আটকের তাকে ওই থানায় রাখা হয়েছে।

মাওলানা আবদুল কাইয়ূম জানান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফায়জুল করিম রিয়াদে একটি মাহফিলে বক্তব্য রাখেন। মাহফিল শেষে তাকে স্থানীয় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। মাহফিলে দেয়া তার বয়ানের ক্যাসেট যাচাই বাছাই করা হচ্ছে। তিনি দাবি করেন, মাহফিলে তিন হাজার লোক হওয়ার কথা ছিলো। কিন্তু সেখানে প্রায় ১৫ হাজার লোক সমাগম হয়। এ কারণে তাকে পুলিশ থানায় নিয়ে যায়। খুব দ্রুত সময়ের মধ্যেই বিষয়টি সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মাওলানা কাইয়ূম জানান, মুফতি সৈয়দ ফায়জুল করিম গত ২৬ মে সৌদি আরব যান।