চুয়াডাঙ্গা-ঝিনাইদহে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ

 

অর্পিত সম্পত্তি বিষয়ক জটিলতা নিরসনের দাবি

স্টাফ রিপোর্টার: অর্পিত সম্পত্তি বিষয়ক জটিলতা নিরসন করার দাবিতে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঝিনাইদহে পোস্ট অফিস মোড়ে মানবন্ধনে নেতৃবৃন্দ দাবি দাওয়ার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।

চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ হাসান চত্বর থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি একই স্থানে এসে শেষ হয়। এ সময় দাবির পক্ষে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি জগবন্ধু ধর, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, ললিত কুমার ও কিশোর কুমার কুণ্ডু । বক্তারা বলেন, অর্পিত সম্পত্তি নিয়ে চলমান জটিলতার অবসান ঘটিয়ে অবিলম্বে এর সুরাহা করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, অর্পিত সম্পত্তি তালিকাভুক্ত জমি বাবদ দাবিদার জনগণের সময়সীমা একবারে দু বছর বৃদ্ধি, তফসিল তালিকাভুক্ত জমি বাবদ ট্রাইবুনালে মামলা করার সময়সীমা এক বছর বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাড. সুবীর সোমাদ্দার, জেলা কালী মন্দিরের সভাপতি পঞ্চরেশ পোদ্দার, প্রসেনজিৎ ঘোষ শিপন, প্রফুল্ল সরকারসহ অন্যরা। মানববন্ধনে বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরেন।