ঝিনাইদহের কোটচাঁদপুরে ফলে কারবাইড মেশানোর অভিযোগে এক ফলব্যবসায়ীর কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাদপুর উপজেলায় ফলে কারবাইড মেশানোর অভিযোগে এক ফলব্যবসায়ীকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারবাইড মেশানো বিপুল পরিমাণ আম জব্দ করে ধংশ করেছে পুলিশ।

সার্কেল এ এসপি জাহিদুর রহমান জানান, গতকাল শুক্রবার দুপুর ১২টার সময় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার আদর্শপাড়া এলাকায় জামাল মিয়ার মিলের ভিতরে মৌসুমী ফল আমে কারবাইড প্রয়োগ করার সময় একই উপজেলার আদর্শপাড়া গ্রামের ফলব্যবসায়ী শহীদুল ইসলামকে (৪০) আটক করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন ফলে কারবাইড দেওয়ার অপরাধে শহীদুল ইসলামকে ১৫ দিনে কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে। এ সময় বিপুল পরিমান আম জব্দ করে ধংশ করা হয়।