অপ্রাপ্ত বয়সের বর ও আনাড়ি ঘটকের জেল

দামুড়হুদায় বাল্য বিয়ের আয়োজনে ভ্রাম্যমান আদালত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বাল্য বিয়ের আয়োজনের অপরাধে নাবালক বর আক্তারুল ইসলাম (১৮) ও ঘটক আলামিন (৩০) উভয়কেই ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের ইমদাদুল হকের ছেলে আক্তারুল ইসলামের সাথে দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা-গোবিন্দহুদা গ্রামের পিন্টুর মেয়ে গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী পিংকির গতকাল শুক্রবার বিয়ের দিন ধার্যছিল। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে ৩০ জন বরযাত্রিসহ বর আসেন বিয়ে বাড়িতে। বিষয়টি জানতে পেরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পালকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন। তিনি এ সময় ছেলে ও মেয়ের জন্ম সনদ পরীক্ষা করে দেখেন মেয়ের বয়স ১৪ বছর আর ছেলের বয়স ১৮ বছর। কিন্ত ছেলে জন্মসনদ জালিয়াতি করে ২২ বছর করায় এবং বিয়ে আয়োজনে সহযোগিতা করার অপরাধে ঘটক উপজেলার নতিপোতা গ্রামের আইনুল হোসেনের ছেলে আলামিন উভয়ের বিরুদ্ধে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর ও ঘটক উভয়কেই ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম, উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন।