ট্রাকসহ ২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

দামুড়হুদার মুন্সিপুর ও সুলতানপুর বিজিবির মাদক বিরোধী পৃথক অভিযান

 

দর্শনা অফিস: দামুড়হুদার মুন্সিপুর ও সুলতানপুর বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়েছে। এ অভিযানে বিজিবি সদস্যরা ট্রাকসহ ২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করতে পারলেও আটক করতে পারেনি কোন মাদক কারবারীকে। চিহ্নিত দু মাদক কারবারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছে বিজিবি। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল মনিরুজ্জামানের নির্দেশে দামুড়হুদার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহ আলম ও ল্যান্স নায়েক রাসেল সিকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান চালান কার্পাসডাঙ্গা মুচিবটতলা খ্রীষ্টানপাড়ায়। এ সময় প্রধান সড়কের ওপর থেকে বালিভর্তি একটি ট্রাক আটক করে করেছে বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক, হেলপার ও মাদক কারবারীচক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে লে. কর্নেল মনিরুজ্জামানের উপস্থিতিতে বালিভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৮০২৫) থেকে ১ হাজার ৪শ ৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় লে. কর্নেল মনিরুজ্জামান বলেছেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। মাদক পাচারকারীরা যতোই শক্তিশালী হোকনা কেনো তাদের চিহ্নিত করে আইনে সোপর্দ করা হবে। সেক্ষেত্রে এলাকাবাসিকে এগিয়ে আসতে হবে। অভিযোগ উঠেছে, এ ফেনসিডিলের মালিক চুয়াডাঙ্গার বহুল আলোচিত রাঙ্গিয়ারপোতা গ্রামের অভিযুক্ত মাদক সম্রাট রুস্তম ও দামুড়হুদার ঝাঝাডাঙ্গার বেল্টু। বিজিবি অভিযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছে। এ দিকে গত বৃহস্পতিবার রাত ৩ টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আরাফাতউল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান চালান ঝাঝাডাঙ্গা মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠ থেকে উদ্ধার করেছে ৫শ ৩৭ বোতল ফেনসিডিল।