ইরাকের রামাদি শহর আইএসের দখলে

 

মাথাভাঙ্গা মনিটর: ইরাকের আল-আনবার প্রদেশের রাজধানী রামাদি শহরটি পুরোপুরি দখল করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএসআইএল। আনবার প্রদেশের গভর্নরের মুখপাত্র মুহান্নাদ হাইমুর গত রোববার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল রামাদি শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। খবর আইআরআইবি।

এর আগে, দুদিনে বন্দুকযুদ্ধে সেখানে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছে। দফায় দফায় সন্ত্রাসীরা রামাদি শহরে হামলা চালায় তারা তবে তখন শহরের নিয়ন্ত্রণ নিতে পারে নি। এ খবরও দিয়েছিলেন গভর্নর হাইমুর। গত শুক্রবার ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছিলো- আইএসআইএল সন্ত্রাসীরা রামাদির চারটি জেলায় কয়েক ডজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং নারী ও শিশু রয়েছে। এছাড়া, রামাদির অনেক আবাসিক ভবন লক্ষ্য করে আইএসআইএল সন্ত্রাসীরা মর্টারের গোলা ছোঁড়ে। এতে বহু মানুষ হতাহত হয়েছে বলে আশংকা করা হচ্ছে।

অপরদিকে ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদি ইসলামিক স্টেট (আইএস) দখল করে নেয়ার পর শহরটি পুনর্দখলের লড়াইয়ে কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে জড়ো হচ্ছে শিয়া মিলিশিয়া যোদ্ধারা।