মিশরে ইসলামপন্থী ৬ জঙ্গির ফাঁসি কার্যকর

 

মাথাভাঙ্গা মনিটর: মিশরীয় কর্তৃপক্ষ সৈন্যদের হত্যার দায়ে অভিযুক্ত ইসলামপন্থী ছয় জঙ্গিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন উপেক্ষা করেই গত রোববার তাদের ফাঁসি দেয়া হয়েছে। এদের মধ্যে দুজন অপরাধ সংঘটনের সময়ে পুলিশি হেফাজতে ছিলো বলে জানানো হয়েছে।

দেশটিতে ২০১৩ সালের জুলাই মাসে সেনাবাহিনী প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার কয়েক মাসের মধ্যে সৈন্যদের ওপর হামলার দায়ে এ ছয়জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। গত মার্চে সামরিক আদালত এ মৃত্যুদণ্ড বহাল রাখে। কৌঁসুলিরা বলছেন, এসব জঙ্গি সিনাইভিত্তিক জিহাদী সংগঠন আনসার বেইত আল মাকদিসের সদস্য। কায়রোর উত্তরাঞ্চলে ২০১৪ সালের মার্চে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে এদের অনেককেই গ্রেফতার করেছিলো। মানবাধিকার সংগঠনসমূহ এ মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন জানিয়ে বলেছিলো, ঘটনার সময় দুজন পুলিশি হেফাজতে ছিলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্যদিয়ে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়নি।