দৌলতপুরে গোয়ালগ্রাম কলেজভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে নতুন ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, দৌলতপুর উপজেলার প্রত্যন্ত এ এলাকায় শিক্ষার প্রসারে গোয়ালগ্রাম কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেনে তিনি কলেজ কর্তৃপক্ষকে এ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আবুল হাশেম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমূল হক পাভেল, দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম, কলেজটির পরিচালনা কমিটির সভাপতি ছাদিকুজ্জামান সুমন ও অধ্যক্ষ মনিরুজ্জামান প্রমুখ। এর আগে জেলা প্রশাসক গোয়ালগ্রাম বধ্যভূমি ও বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।