চুয়াডাঙ্গার ভালাইপুরে রাতে গরু জবাই!

 

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ের নীলকুঠির অদূরে গরু জবাই করার স্থানে কে বা কারা একটি বড় গরু জবাই করে রেখে যায়। গতরাত ৮টার দিকে ভালাইপুর এলাকার কয়েকজন ব্যক্তি কুঠিবাড়ির হানেফ ফকিরের আখড়া থেকে ফেরার পথে জবাই করা গরু পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে সাংবাদিক ও পুলিশকে খবর দেয়া হয়।

এদিকে ভালাইপুর মোড়ের জনসাধারণ জানায়, রামনগরের বজলু কসাই ও ইলিয়াছ কসাই রাতে মোড়ে থাকেন না। কিন্তু গতকাল রাতে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। স্থানীয়রা আরও জানান, আজ শনিবার ভালাইপুর মোড়ের পানহাটে গরুটির মাংস বিক্রি করা হতো। গরুটি চোরাই গরু হতে পারে। তাই হয়তো দিনের বেলায় জবাই করা হয়নি। আবার অনেকে বলেন, গরুটি মরা হতে পারে। সকালে অন্য গরুর মাংসের সাথে বিক্রি করা হতো। গরুটির আনুমানিক মূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা।