দামুড়হুদার নতিপোতা ইউপির প্রজেক্টর মেশিন উধাও : দ্বায়ভার কার?

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন পরিষদের ১ লাখ টাকা মূল্যমানের মালটিমিডিয়া প্রজেক্টর মেশিনটির হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ওই ইউনিয়নে সদ্য যোগদানকারী ইউপি সচিব শাহাবুবুর রহমান। তিনি বলেন, আমি চলতি বছরের ২৪ মার্চ এ ইউনিয়নে যোগদান করি। খাতাকলমে ২৪ এপ্রিল দায়িত্ব বুঝিয়ে দিলেও এ ইউনিয়নের সাবেক ইউপি সচিব মোস্তাফিজুর রহমান আমাকে ওই দিন কোনো মালামাল বুঝে দেননি। তিন শুধুমাত্র চাবিটি দেন এবং ২৯ মার্চ ইউনিয়নের নির্বাচনের পরে মালামাল বুঝে নিতে গিয়ে ওই প্রজেক্টর মেশিনটি বুঝে পায়নি।

তিনি আরো বলেন, প্রজেক্টর মেশিনটি থাকার কথা আলমারিতে কিন্তু ওই মেশিনটি আলমারিতে পাওয়া যায়নি। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই এবং এ বিষয়ে আমাকে কেউ কিছু বলেনও নি। তিনি বিষয়টি সম্পর্কে জানতে সাবেক ইউপি সচিবের কাছে সিএ ফয়জুল ইসলামকে ফোন দিতে বলেন। সিএ ফয়জুল ইসলাম জানান, আমি মোবাইলফোনে বিষয়টি তাকে জিজ্ঞাসা করলে মোস্তাফিজুর বলেন, আমিতো দায়-দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। তবে ২৯ মার্চ ভোটের দিন ওই প্রজেক্টর মেশিনটি খোয়া যেতে পারে বলে তার ধারণা। এ বিষয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ বলেন, আমরা দায়িত্ব বুঝে নিতে গিয়ে ওই প্রজেক্টর মেশিনটি বুঝে পাইনি। তবে এ ঘটনায় এখনও কোনো জিডি করা হয়নি। নতিপোতা ইউনিয়নের ১ লাখ টাকা মূল্যমানের মালটিমিডিয়া প্রজেক্টর মেশিনটির হদিস পাওয়া যাচ্ছে না এ খবরটি জানাজানি হয়ে পড়লে দায়ভার কার? বলে মন্তব্য করেছেন এলাকার সচেতনমহল।

Leave a comment