চুয়াডাঙ্গা পৌরসভায় সেনিটেশন কর্মপরিকল্পনা ও প্রযুক্তি প্রদর্শন

 

স্টাফ রিপোর্টার: তৃতীয় নগর পরিচালন এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার জন্য সেনিটেশন কর্মপরিকল্পনা ও প্রযুক্তি প্রদর্শনের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা পৌরসভায়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর মিলনায়তনে এ প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় আলোচনায় অংশ নেন ঢাকা থেকে আগত সেনিটেশন প্রকৌশলী সৈয়দ নেসার আহম্মেদ এবং প্রকৌশলী আবদুল্লাহ। সেনিটেশন প্রকৌশলী সৈয়দ নেসার আহম্মেদ বিভিন্ন দিক মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন।

বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার নূরুল ইসলাম মালিক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকতার, সমাজসেবক নাবিলা ছন্দা। কোরআন তেলাওয়াত করেন ছানোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম। মতবিনিময়কালে চুয়াডাঙ্গার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌর পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।