রাজশাহীর মেয়র বুলবুল বরখাস্ত

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করা হয়েছে। গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়। গতকাল বিকালে মেয়রকে বরখাস্ত সংক্রান্ত চিঠি ফ্যাক্সযোগে রাসিকে পাঠানো হয়। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জসিম উদ্দিন হায়দার এ চিঠিতে স্বাক্ষর করেছেন। গত ২৩ জানুয়ারি মেয়র বুলবুলের বরখাস্ত চেয়ে পুলিশ সদর দফতরে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য চিঠি দেয় নগর পুলিশ। চিঠিতে বলা হয়, রাসিকের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুলের নামে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায় হত্যাসহ বিস্ফোরক আইনে ৫টি মামলা আছে। বুলবুল মেয়র পদে দায়িত্বপালন করলে মামলাগুলো ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা আছে। এছাড়া রাষ্ট্রবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে মদদ ও নির্দেশনা দিয়ে আসছেন তিনি। এ জন্য তাকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করার প্রয়োজনীয়তা আছে।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের চলমান হরতাল-অবরোধে নাশকতার তিন মামলাসহ মোট ১৬টি মামলার আসামি হয়ে তিন মাসের বেশি সময় ধরে আত্মগোপনে আছেন সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।