মেহেরপুর অফিস: ১ জুলাই ১৫ থেকে বেসরকারি স্কুল কলেজ ও মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন-ভাতা প্রদান ও শিক্ষক নেতা সেলিম ভুঁইয়ার মুক্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে মেহেরপুর জেলা শিক্ষক সমিতি। গতকাল সোমবার বেলা ১১টায় শিক্ষক নেতারা তাদের দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর পেশ করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সহসভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানের নেতৃত্বে স্মারকলিপিটি জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ইসরাইল হোসেন, আবুল কাশেম, প্রধান শিক্ষক মিয়ারুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহাবুল ইসলাম প্রমুখ।