কাবিনামায় জোর করে নাকি স্বেচ্ছায় স্বাক্ষর?

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বেলগাছি হাজিপাড়ার ইয়াছিন নিজেই নূরনগর-কলোনির রিজিয়া খাতুনের কাবিননামায় স্বাক্ষর করেছেন, নাকি জোর করে স্বাক্ষর নেয়া হয়েছে? এ প্রশ্নের জবাব জানতে সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে মানবতা ফাউন্ডেশন। মৃত মোবারক আলী বিশ্বাসের ছেলে ইছাহকের আবেদনের প্রেক্ষিতে আগামী পরশু সরেজমিন পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের পরিচালক অ্যাড. মানি খন্দকার।

মানবতা ফাউন্ডেশনে ইয়াছিন এক আবেদনে জানিয়েছেন, বিদেশ থেকে ফেরার পর খড়ির ব্যবসা শুরু করি। কলোনির মতি মণ্ডলের স্ত্রী রিজিয়াও খড়ির ব্যবসা করে। খড়ি বাবদ ১৯ হাজার টাকা পাওনা হয়। পাওনা টাকা পরিশোধের কথা বলে ডেকে নিয়ে নীল কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। পরে জানতে পারি, ওই কাগজে দু লাখ টাকার কাবিননামা লেখা হয়েছে। ইয়াছিনের এ অভিযোগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে।