স্টাফ রিপোর্টার: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ম্যাচ ওয়ানডে সিরিজের দু ম্যাচ হাতে রেখেই ৪-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। গতকাল শনিবার সিরিজের পঞ্চম ম্যাচে ৮ রানের জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে নাজমুল হাসান শান্তর দলটি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২৪৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা যুব দলটি।
এদিন টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসানকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন পিনাক ঘোষ। ৩০ বলে ৩৩ রান করে সাইফ হাসানের বিদায়ের পর, অধিনায়ক নাজমুল হাসান শান্তর সাথে ফের ৪৫ রানের জুটি গড়েন পিনাক। অধিনায়কের ব্যাট থেকে আসে ২২ রান। এরপর চারে ব্যাট করতে নামা মেহেদি হাসান মিরাজকে সাথে নিয়ে কার্যকরী ইনিংস খেলেন পিনাক ঘোষ। এ জুটিতে তারা ৯০ রান যোগ করেন। চার বাউন্ডারি ও দু ওভার বাউন্ডারি সাহায্যে ৭৬ রান করে ফেরেন পিনাক। অন্যদিকে মেহেদি হাসানের করা ৬৩ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব দল। দক্ষিণ আফ্রিকার হয়ে জিয়াদ আব্রাহাম ৫৮ রানের খরচায় ছয় উইকেট নেন। আগামী মঙ্গলবার সিরিজের ষষ্ঠ ম্যাচটি অনুষ্ঠিত হবে।