বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ : আহত ৫

স্টাফ রিপোর্টার: ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কাশিপুরের বাঁশতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাক ও মাহিন্দ্রা টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরো ৫ জনকে উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানার এস.আই সুমন বাদী হয়ে গতকাল সন্ধ্যায় ট্রাক চালক সাতক্ষীরার জাহাঙ্গীর হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন।

নিহতরা হলেন- মাহিন্দ্রা টেম্পোচালক বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের বাসিন্দা স্বপন দাস (৪০), যাত্রী আলতাফ মৃধা (৫০), সোহরাব হোসেন (৬০), বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মামুন-অর রশিদ (২৬), তার মা মালেকা বেগম (৫৫) ও অজ্ঞাতনামা নারী (৪০)। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশের ৱ্যাকার দিয়ে পৌনে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে মহাসড়ক থেকে ট্রাকটি সরিয়ে নেয়। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় দু পাশে শ শ যানবাহন আটকা পড়ে।