মাথাভাঙ্গা মনিটর: আইপিএলে টানা তৃতীয় জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রাজস্থান রয়্যালস। গতকাল মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছে দলটি। যদিও হারের বৃত্তে থাকা মুম্বাইকে প্রথম জয় এনে দিতে দারুণ একটা চেষ্টা করেছিলেন কাইরন পোলার্ড ও কোরি অ্যান্ডারসন। কিন্তু স্টিভেন স্মিথের দৃঢ়তাভরা ব্যাটিঙে জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রান করে মুম্বাই। ৪৫ রানের প্রথম তিন উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। ১০ রান করে অ্যারন ফিঞ্চ আহত হয়ে মাঠ ছাড়লে আর বিপদে পরে তারা।
সেখান থেকে মুম্বাই দেড়শ পার হয় পোলার্ড ও অ্যান্ডারসনের দৃঢ়তায়। ১০৪ রানের জুটি গড়েন এই দুই জনে। মাত্র ৩৪ বলে ৭০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন পোলার্ড। আর অর্ধশতক করেন অ্যান্ডারসন। জবাবে ৫ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। অজিঙ্কা রাহানের ৪৬ রানের পরও এক সময় চাপে পড়েছিলো রাজস্থান। তবে সেখান থেকে দলকে জয় এনে দেন স্মিথ। শুরু থেকে দেখেশুনে খেলা এ ডানহাতি ব্যাটসম্যান শেষ দিকে আক্রণাত্মক হয়ে উঠলে শেষ পর্যন্ত টানা তৃতীয় হার এড়াতে পারেনি মুম্বাই। আইপিএলে প্রথম অর্ধশতক পাওয়া স্মিথ অপরাজিত থাকেন ৭৯ রানে।