চুয়াডাঙ্গায় একুশে টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ষ্টাফ রিপোর্টার: ৱ্যালি, কেককাটা এবং আলোচনাসভার মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন একুশে টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। পয়লা বোশেখ মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজন করা হয় একুশে টেলিভিশনের পথচলার ১৫ বছর শীর্ষক আলোচনা অনুষ্ঠান। চ্যানেলটির চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ এসএম ইসরাফিল, প্রেসক্লাব সভাপতি মাহতাবউদ্দিন, জেলা সাংবাদিক সমিতির সভাপতি শরিফ উদ্দিন হাসু, প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা এবং সাংবাদিক রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক এমএ মামুন, মরিয়ম শেলী। উপস্থিত ছিলেন সাংবাদিক রাজীব হাসান কচি, রফিক রহমান, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, আব্দুস সালামসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সিনিয়র সাংবাদিক শাহ্ আলম সনির সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ অবিলম্বে চুয়াডাঙ্গাসহ আশপাশের এলাকায় একুশে টেলিভিশনের সম্প্রচার নিরবিচ্ছিন্ন করার দাবি জানান। এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন পৌর মেয়র। বক্তারা একুশে টিভিতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, সবার আগে সঠিক সংবাদ প্রচারে একুশে টেলিভিশন বেশ এগিয়ে। পরে অনাড়ম্বর পরিবেশে জন্মদিনের কেক কাটা হয়। এর আগে এক বর্ণাঢ্য ৱ্যালি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।