সাব্বিরের সেঞ্চুরিতে পাকিস্তানের বিরুদ্ধে বিসিবির জয়

স্টাফ রিপোর্টার: সাব্বির রহমানের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে এক উইকেটে হারিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) একাদশ। পাকিস্তানের দেয়া ২৬৯ রানের টার্গেটে খেলতে নেমে ৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মুমিনুলবাহিনী। দলের পক্ষে ৯৯ বলে ১২৩ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে জয়ে অনবদ্য ভূমিকা পালন করেন। গতকাল সকালে ফতুল্লা স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তান ৫০ ওভারে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে। পাকিস্তানের পক্ষে হাফিজ ৭৯ বলে ৮৫ রানের ঝলমলে ইনিংস খেলেন। এছাড়াও ফাওয়াদ আলম ৬৭ ও অধিনায়ক আজহার আলী ২৭ রান করেন। বাংলাদেশর পক্ষে শুভাগত হোম ৩টি উইকেট শিকার করেন। এছাড়া সোহাগ গাজী, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মুক্তার আলী, মোহাম্মদ শহিদ ১টি করে উইকেট নেন।

২৬৯ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় মাত্র ৯ রানেই বিদায় নেন দু ওপেনার তামিম ও রনি তালুকদার। এক পর্যায়ে পাক বোলারদের তোপের মুখে বিসিবি ৮৪ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে। এ পর্যায়ে সাব্বির রহমান ও ইমরুল কায়েস ৫ম উইকেট জুটিতে ১২৪ রান সংগ্রহ করলে বাংলাদেশি দর্শকদের আশার সঞ্চার হয়। ইমরুল ৩৬ রান করে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হন। পরে সোহাগ গাজী টেল এন্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলের জয়ে ভূমিকা পালন করেন। তিনিও করেন ৩৬ রান। পাকিস্তানের জুনায়েদ খান ৪টি উইকেট লাভ করেন। বিসিবি একাদশ: তামিম ইকবাল, মুমিনুল হক, রনি তালুকদার, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, মুক্তার আলী ও মোহাম্মদ শহিদ। পাকিস্তান দল: সামি আসলাম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, জুনায়েদ খান, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী ও এহসান আদিল।