জীবননগর উথলীতে ট্রাকসহ ফেনসিডিল উদ্ধার

জীবননগর ব্যুরো/দর্শনা অফিস: জীবননগর উথলীতে মাছভর্তি পিকআপ থেকে ৭২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোররাতে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের উথলী মোড়ে দাঁড়িয়ে থাকা একটি মিনিট্রাকে তল্লাশি চালিয়ে উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা এ ফেনসিডিল উদ্ধার করেন। এছাড়াও নতুনপাড়া বিওপি সীমান্তের দত্তরবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল মদ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোররাতে উথলী বিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উথলী মোড়ে অভিযান চালান। এ সময় উথলী মোড় এলাকার একটি মিনি ট্রাকের (ঢাকা-মেট্রো-ন-১৪-৩৪০৫) পাশে দাঁড়িয়ে থাকা মাদকপাচারকারীরা পালিয়ে যায়। বিজিবি সদস্যদের সন্দেহ দেখা দিলে তারা ট্রাকটি তল্লাশি চালান। মাছভর্তি পিকআপের ভেতর থেকে বিশেষ কৌশলে রাখা ৭২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। পরে মিনিট্রাকটি আটক করে বিজিবি। এছাড়াও নতুনপাড়া বিওপি হাবিলদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দত্তরবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল মদ উদ্ধার করে।