ওরিয়েন্টাল ব্যাংকের ৭ কর্মকর্তার কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: ঋণ জালিয়াতির দায়ে সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের সাত শীর্ষ কর্মকর্তাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার দু নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের এক কোটি ৯০ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ হারুণ, সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদ উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান, মোহাম্মদ তারিকুল আলম, মাহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও উপমহাব্যবস্থাপক ইমামুল হক। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫ সালের ২৭ জুলাই মেসার্স তানভীল এজেন্সি নামে একটি ভুয়া ও বেনামি কোম্পানি ওরিয়েন্টাল ব্যাংকের বাবুবাজার শাখা থেকে এক কোটি টাকা ঋণ নিয়ে আত্নসাত্ করে। এ টাকার সুদসহ মোট টাকার পরিমাণ এক কোটি ৮৮ লাখ ৮২ হাজার ২৪৫ টাকা। এ ঘটনায় ২০০৬ সালের ২৯ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম মতিঝিল থানায় মামলা দায়ের করেন। ২০১২ সালে মামলার সব আসামি তদন্তকারী কর্মকর্তার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) দুদকের উপপরিচালক শেখ ফাইয়াজ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।