আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে চমৎকার হবেন হিলারি : ওবামা

মাথাভাঙ্গা মনিটর: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ভূয়সী প্রশংসা করে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হিলারি ক্লিন্টন হবেন চমৎকার। গতকাল রোববার ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষে হিলারির প্রার্থিতা ঘোষণার প্রাক্কালে এ কথা বলেন তিনি। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষে আজ প্রার্থিতা ঘোষণা দিতে পারেন সাবেক ফার্স্টলেডি হিলারি। আমেরিকা মহাদেশের শীর্ষ সম্মেলনে অংশ নিতে পানামায় গত শনিবার সাংবাদিকদের কাছে ওবামা বলেছেন, হিলারি হবেন যুক্তরাষ্ট্রের একজন চমৎকার প্রেসিডেন্ট। ওবামা সাংবাদিকদের আরও বলেন, হিলারি ২০০৮ সালের প্রার্থী হিসেবেও ছিলেন দুর্দান্ত। সাধারণ নির্বাচনে তিনি ছিলেন আমার বড় রকমের সমর্থক। পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও তিনি ছিলেন অনবদ্য। সর্বোপরি হিলারি আমার বন্ধু। আমি মনে করি প্রেসিডেন্ট হিসেবেও তিনি হবেন চমৎকার। উল্লেখ্য, হিলারি ২০০৮ সালে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে মনোনয়ন দৌঁড়ে হেরে যান। কিন্তু এবার তিনি ডেমোক্রেটিক দলের মনোনয়ন দৌঁড়ে স্পষ্টতই সামনের সারিতেই থাকবেন বলে সকলের ধারণা। হিলারির ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়েছে, হিলারি সামাজিক যোগাযোগের মাধ্যম ও ভিডিও বার্তার মাধ্যমে তার প্রার্থিতা ঘোষণা করবেন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারির প্রার্থিতা বিষয়ে এক জনমত জরিপ প্রকাশ করে রিয়ালক্লিয়ার পলিটিক্স। সেখানে ৬০ শতাংশ হিলারিকে ভোট দেয়ার পক্ষে তাদের মত দিয়েছে। এদিকে অপর দু সম্ভাব্য প্রার্থী সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মনোনয়ন দৌঁড়ে অংশ নেয়ার কোনো ইচ্ছে তাদের রয়েছে কি-না সে সম্পর্কে এখনো কিছু বলেননি।