উল্লাপাড়ায় মন্দিরে ভাঙচুর : লুটপাট চড়ক পূজা বন্ধ

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে ঝিকিড়া কালী মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত। পুলিশের দাবি, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মানবতাবিরোধী যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর শনিবার রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা ককটেল, বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া কালী মন্দিরে হামলা চালিয়ে ১০টি প্রতিমা ভাঙচুর করে। এ সময় প্রতিমার শরীরে থাকা সোনা, দানবাক্সে থাকা নগদ অর্থ ও অন্যান্য সামগ্রীসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নেয়। খবর পেয়ে পুলিশ, বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ  ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ প্রায় ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

ঝিকিড়া কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রবি সাহা জানান, হামলার প্রতিবাদে মন্দির অঙ্গনে প্রতিবছরের ন্যায় আয়োজিত আগামী সোমবারের চৈত্র সংক্রান্তির চড়ক পূজা ও মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনার আগে হামলাকারীরা উল্লাপাড়া পাটবন্দরে ব্যবসায়ী শ্যামল দাসের পাট গুদামের গদিঘরে আগুন ধরিয়ে দেয় এবং বারোইয়া গ্রামের লক্ষণ দাসের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। কালী মন্দির ভাঙচুরের পরে হামলাকারীরা পৌর শহরের ঘোষগাতি বলরাম মন্দির চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটায়। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, হামলায় জড়িতদের পুলিশ ইতোমধ্যে শনাক্ত করেছে। তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।