রাজবাড়ী ও মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর সার্জেন্টসহ নিহত ৯

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী ও মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২১ জন। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের গান্ধিমারা এলাকায় যাত্রীবাহী বাস ও মাহেন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। তাদের রাজবাড়ী হাসপাতাল ও ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে সাইদুল নামে একজনের পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে জানা যায়নি বাকিদের নাম পরিচয়। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়। গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে মির্জাপুর উপজেলার পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিমানবাহিনীর সার্জেন্ট গাইবান্ধা জেলার সদুল্লাপুর উপজেলার খামারপাড়া গ্রামের মৃত একরামুল হকের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৫), ঢাকা জেলার সাভার উপজেলা সদরের ডগরমুড়া গ্রামের জমশের আলীর ছেলে জমির আলী (৩৫), নওগাঁ জেলা সদরের হাজিপাড়া গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৫২), একই এলাকার কুনাইল গ্রামের মৃত হাসান আলীর ছেলে আব্দুল কদ্দুস (২৮) ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কদুরা গ্রামের মৃত নুরুল হকের ছেলে আতাউর রহমান (৫২)। নিহত বিমানবাহিনীর সার্জেন্ট আশরাফুল ইসলাম ছুটি শেষে শনিবার রাতে বগুড়া সদরের বাসা থেকে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।